অনলাইন আয়ের ক্যারিয়া গড়ার কিছু দারুন নতুন মার্কেটপ্লেস
অনলাইন আয়ের ক্যারিয়া গড়ার কিছু দারুন নতুন মার্কেটপ্লেস
বাংলাদেশের ছাত্র ছাত্রীদের অনলাইন আয়ের ক্যারিয়া গড়ার জন্য কিছু দারুন নতুন মার্কেটপ্লেস নিয়ে আজ আমাদের আলোচনা বিষয় :অনলাইনে আপনি কিছু নিদির্ষ্ট কাজ করে আয় করতে পারেন। যেমন :- অ্যাপলিকেশন তৈরি করে , আর ব্লগিং করে , ওয়েবডেবেলপ করে , ইউটোবিং করে , আর এফিলিয়েট মার্কেটিং করে । অনলাইন ক্যারিয়া জন্য বাংলাদেশ নতুনডিজাইনারদের জন্য কিছু জনপ্রিয় মার্কেটপ্লেসনিয়ে বিস্তারিত নিয়ে পূর্বে লিখা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজ আমি এখানে একদম আলাদা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
এখন আপনি হইতো বা ভাবছেন যে কাজ গুলো কথা বলা হয়েছে এর জন্য তো দরকার অনেক দক্ষতা । আর পরিশ্রমের । আমি বলছি ভাই পরিশ্রম করতে না পারলে আয় করা কথা ভাবাতাও যে ভূল । আপনি শুধু কি অনলাইন বা ইন্টারনেট কোন মার্কেটপ্লেসে আপনি আয় করতে পারবেন না ।কারন অনলাইন বা ইন্টারনেট মানে কোন আলাদিনের জাদু চেরাক বাতি না যে কেউ তার গায়ে ঘষলে বা স্পস্ট করলে তার থেকে ইচ্ছের পূরন জীন এসে আপনার সব ইচ্ছে গুলো নিমেসে পূরন করে দিবে।
আপনাকে আয় করার জন্য সময় আর পরিশ্রম করতে হবে। আজ আমি আপনাদের কাছে এমন কয়েকটি সাইট বা মার্কেটপ্লেসের নাম বলবো বা সাইটগুলো নিয়ে আলোচনা করবো যেখানে আপনাদের সামান্য কিছু পরিশ্রম করে বা সময় দিয়ে অনেকর্ ভালো আয় করে নিতে পারবেন।আজ আমি বাংলাদেশের ছাত্র ছাত্রীদের অনলাইন আয়ের ক্যারিয়া গড়ার জন্য যে নতুন মার্কেটপ্লেস নিয়ে কথা বলছি তা হলো লিং শেয়ারি সাইট :আজ আমরা এখানে কিছু লিং শেয়ারি সাইট নিয়ে কথা বললো যে সাইট গুলো অনেক বিশ্বস্ত আর লেজিক সাইট । যারা অনেক দিন যাবৎ অনেক ব্যবহারকারীকে তাদের পেমেন্ট দিয়ে আসছে। যে সাইট গুলো আসলেই আলাদিনের জাদুর প্রদীপ মত কাজ করে থাকে । এখানে তেমন সময় ব্যয় আর পরিশ্রম ও করতে হইনা ।
এই সাইট গুলোতে আপনি কোন ওয়েব সাইটে লিং দিয়ে তা আপনার ব্যবহার করা সামাজিক যোগাযোগ সাইট গুলোটে শেয়ার করে আয় করা যায়। যা সবার পক্ষে করা সম্ভব।Adfly : হচ্ছে এমন একটি সাইট বা মার্কেট প্লেস যেখানে আপনারা নিস:ন্দেহে কাজ করতে পারেন । এখানে আপনার একটি অ্যাকাউন্ড করে আপনি ভিবিন্ন ওয়েইব সাইট হতে পোষ্ট লিং গুলো শেয়ার করে সেখানে প্রচুর পরিমাণে ভিজিটর এনে ডলার আয় করতে পারেন ।এখানে আয় করার অর্থ আপনি পেপাল বা পেয়ানো বা সরাসরি ব্যাংকে মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এই সাইটি একটি লেজিক সাইট যেখানে কাজ করে মানুষ টাকা না পেয়ে থাকেনা।
এই সাইটিটে আপনি রেফার করেও অনেক টাকা আয় করে নিতে পারবেন। আপনি যদি চান তাহলে আপনি এই সাইটে কোড আপনার ওয়েবসাইটে বসিয়ে আয় করে নিতে পারেন ।এই সাইটে আপনি কত ভিজিটর পাঠিয়ে কত ডলার আয় করতে পারেন তা সাইটে রেট অংশে গিয়ে দেখে বা জেনে নিতে পারেন । পেমেন্ট রেট কিন্তু সব দেশে জন্য একনা বিভিন্ন দেশে জন্য বিভিন্ন রেটে ভাগকরে দেয়া থাকে । আপনি যদি অ্যাকাউন্ড করতে না পারেন বা কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের কাছে কমেন্ট করে জিঞ্জেস করে নিতে পারেন ।
Comments
Post a Comment