কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে Google Blogger থেকে ব্লগ তৈরি এবং ডিজাইন করবেন
আস্-সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমরা যারা সাধারন ইন্টারনেট ব্যবহারকারী রয়েছি তারা প্রত্যেকেই নিজের জন্য একটা নিজস্ব ওয়েব-সাইট প্রত্যাশা করি। তবে সে-সমস্থ নিয়ম-কানুন না জানার কারনে আমাদের অনেকেই হয়তো সেই প্রত্যাশা পূরণ করতে পারিনা। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তো আরো বেশি দুরে আছি। অথচ আমরা অ্যান্ড্রয়েড ব্লগারে ব্লগ সাইট খুলে ডিজাইন করতে পারি।
যাইহোক, তারই জের ধরে আমি আপনাদের জন্য সহজ প্রণালীতে কিভাবে ওয়েব সাইট তৈরি করা যায় তার পুরো প্রকৃয়া নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন।
প্রকৃতপক্ষে ওয়েবসাইট পরিচালনা করা একটি বিশাল ব্যাপার। যা আমাদের মত সাধারন ব্যবহারকারীদের পক্ষে এর সামগ্রীক খরচ বহন করা সম্ভব নয়। কারন এতে ডোমেইন, হোস্টিং সহ বিভিন্ন খরচ যুক্ত রয়েছে। তাই আমাদের ফ্রী কোন সার্ভিস ব্যবহার করাই শ্রেয় হবে।
কিন্তু সবচেয়ে খুশির ব্যাপারটি হল এই যে, আমাদের কথা বিবেচনা করে গুগুল এবং ওয়ার্ডপ্রেস এই ধরনের ফ্রী সার্ভিস চালু করেছে। যদিও এসব ক্ষেত্রে অনেক শিথিলতা আরোপ করা হয়েছে তারপরও আমরা তাদেরকে এধরনের সার্ভিস চালু করার জন্য সাধুবাদ জানাই।
আমরা প্রথমে গুগুল ব্লগ দিয়ে শুরু করি কেননা এটা ওয়ার্ডপ্রেস এর চেয়ে অনেক সহজে তৈরি করা যায়। পরবর্তীতে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় সে বিষয়ে দেখব।
গুগুল ব্লগে অনেক কিছুরই সীমাবদ্ধতা রয়েছে। যাইহোক, তারপরও আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের সাইট টি কে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য। তবে আপনাদের কে অবশ্যই প্রতিটি পর্ব ভালো করে দেখতে হবে এবং সে অনুযায়ী অনুসরন করতে হবে।
অনেক কথা হলো। এবার আমরা কাজের প্রসঙ্গে আসি।
গুগুল ব্লগ তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা জিমেইল আইডি’র প্রয়োজন হবে। যাদের নেই তারা এক্ষুনি gmail.com এড্রেস-এ গিয়ে জিমেইল আইডি টি খুলে নিন এবং সাথে সেই আইডিতে গুগল প্লাস খুলুন।
আর যাদের রয়েছে তাদের নতুন করে আইডি খোলার প্রয়োজন নেই। তবে হ্যা মন চাইলে নতুন আইডি দিয়েও ব্লগ সাইট টি খুলতে পারেন।
যাইহোক, এবার আপনারা নিচের ধাপসমূহ অনুসরন করুন।
প্রথমে আপনি গুগল ব্লগার এ যান। তারপর আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্লগারে সাইন ইন করুন।
১. এবার আপনি শিরোনাম বা title -এ, আপনার ব্লগ সাইটের টাইটেল নামটি দিন।
২. ঠিকানা বা address -এ, আপনার ব্লগ সাইট টি যে নামে খুলতে চান সে নামটি দিন।
৩. টেমপ্লেটের তালিকা থেকে যেকোন একটি টেমপ্লেট নির্বাচন করুন।
উপরের কাজগুলো শেষ হলে এবার “ব্লগ তৈরি করুন!” লিখাটি-তে ক্লিক করে ব্লগটি সম্পন্ন করুন। ব্যাস আপনার ব্লগটি তৈরি হয়ে গেল। এবার আপনার এড্রেসবারে ব্লগের নাম টাইপ করে এন্টার করলে আপনার ব্লগ দেখতে পাবেন। পরবর্তিতে দেখানো হবে কিভাবে আপনার ব্লগটি ডিজাইন করবেন। ধন্যবাদ
Comments
Post a Comment